মানুষ আছে মনিপুরে ।।
দুই দিকে দুই গ্যাসের বাতি দিবারাতি আলো করে ।।
দুই দিকে দুই দরিয়া,
মাঝখানে বর্জখ ছফিয়া,
লা কোন চিজ, এলাহা কোন চিজ, ভেবে দেখলি না রে।
ইল্লাল্লা'র মোকাম বাড়ী,
নূরেতে হয় তৈয়ারী,
সফিউল্লা তাহার সিঁড়ি, গাঁথা আছে নূরে ।।
সেই নদী নৈরাকারে,
ভাসে যোগ মাসান্তরে,
দেখ সেই নীরে ক্ষীরে প্রেমেরই হিল্লোলে রে।
মারাজাল বাহরাইন,
দুই নদীর মিলন-স্থান,
বর্জোখ খোল লায়ব জিয়ান, রেখ হুঁশিয়ারে ।।
সাধনে সিদ্ধি হলে,
অনায়াশে মানুষ মিলে
গুপ্তি কলে গুরুর কৃপা বলে।
অধীন আহসান আলী বলে,
প্রেম-শৃঙ্গারে লওরে তুলে,
ত্রিভূবন আলো করে, দেখ না নজরে ।।