'লা-ইলাহা' পড়ে পাবি
আপনার খবর রে।।
লা-ইলাহা নফী করে
ইল্লাল্লাকে সার করে
ও তার এক মানে হয় বেলায়েত,
নবুয়ত জাহেরা রে।।
নবুয়ত বেলায়েত
জের-জবরে ঘেরা রয়,
পথে যাও হে চলে, স্পর্শ খুলে,
নিকটে রূপ-নগর রে ।।
কলমা পড় ছুরাত ধরে
অন্তঃপুরে নজর ক'রে
যেথায় আমার 'আমি' যাবে,
চিন তা লাহুতেরই কিনারে।।
আমার 'আমি' নাহি চিনে,
ঘুরিস কানা ত্রিভূবনে,
কলমা-চোরা আহসান আলী
বে-ঈমান ফকির রে।।