লা-ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাছুল


লা-ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাছুল।। 
সদায় জপ ঐ নাম, হয় না যেন ভুল ।।


ঐ নাম একবার মুখে যে বলিবে, 
তার সপ্ত দোজক হারাম হবে, 
নূর তাজেল্লা দেখতে পাবে, 
        হইবে মকবুল ।।

ছয় মোকামে ছয় নামে, 
জেকের কর দমে দমে, 
তোর পশমে পশমে আল্লাহ, 
        বলিবে সকল ।।

আহসান আলী নিরাকারে, 
ডুব দিয়ে দেখ বর্জোখ ধরে, 
নফী-এছবাত সাধন করে, 
        নামে রদ-কবুল ।।