কর সাধনা নবী চিনে।।
হবে রে এ দুনিয়া ফানা, তাই জেনে শুনে।।
দো-জাহানে যারে বল, 'নবী-ছরওয়ার,'
ফানা-বাকা-ফানা আছে ও-খবর,
এ দুনিয়া ফানা, মিছে গোয়েন্দাপনা,
উপাসনা বৃথা, নবীজী বিনে ।।
কুল্লেমান-আলা ইহকালে কয়,
ফানা-বাকা-ফানা আত্ম পরিচয়,
ফানা-উল-ফানা, ফানা ফির যায় চিনা,
আমি কোন্ জনা, বলে কোন্ জনে ।।
আলেফে জের, লামে জবর,
কারে বল নবী, না জান খবর,
যার নাম আহাম্মদ, মীম গেলে আহাদ,
ওজুদে মজুদ ঐ আদম-তনে।।
আলেফ-লাম-মীম জালেকাল কেতাব,
আল্লা, আদম, মুহম্মদ চিন হে শেতাব,
এই ইশারা আহসান আলী গোয়েন্দাপনা,
ঝলসাকানা পথে ইসলামী দীনে।।