কোরান পড়লি কেনে মর্ম না জেনে ।।
যুগ-যুগান্তর রয় একান্তর, আলেফ-লাম-মীম্ তিন জনে।।
আলেফেতে আল্লা হাদি,
মিমেতে নূর মোহাম্মদী,
জাহের বাতেনে, লামের দুটি মানে,
মূর্শীদ-পথ জারী করলেন সেই জনে।।
তিন দশে ত্রিশ হরফে
ত্রিশ পারা কোরান ছাপে আপে,
রব্ব-বারি কালাম হুজুরী,
রাছুলউল্লাহ জারী করলেন, মদীনে ।।
তিন ত্রিশে নব্বই হাজার
ভেদ জানিলে ঘুচবে আঁধার,
ত্রিশ হাজার সফিনা, ষাট হাজার সিনা,
মারফতে ভেদ আছে গোপনে।।
তিন হরফে কোরান সারা,
ডানে আলেফ মোহর মারা,
শোনরে আহসান আলী, নোক্তা ভুলে গেলি,
আহাদে আহাম্মদ নবী আদম না চিনে।।