কোরান খুলে দেখ মোমেনগণে ।।
নামাজ হবে না, হবে না নবী বিনে ।।
চার কলেমা চার যুগে সার,
হযরত নবী তার দাওনদার,
হায়াতোল মোরছালীন নাম তার,
গুণে-প'ড়ে কল্মা ভুলে ভূত হল কেনে ।।
ঠিক নাই যার ঈমানের মূল,
মুসলমান হয় কিসে তাই বল,
নামাজ নিহার সকলই তার ভুল,
ভুল সারিতে গোল বাধে তার এখানে ।।
বরজোখ ছাড়া নামাজ পড়া,
ঘোরে যেন শয়তানের ঘোড়া,
ছেজদা কোথায় দিবেন তারা,
আহসান আলী ভাবে বসে তাই মনে ।।