কোন নামাজে খোদা রাজী

কোন নামাজে খোদা রাজী


কোন্ নামাজে খোদা রাজী ।।

বে-গোনাহ বন্দেগী নামাজ, 
        যাতে হবে কাজের কাজী ।।
		দুনিয়া তরক করা, 

		হিজরা নিয়ত কওল সারা, 

		জানে খোদার হজুরী যারা, 

					দেল-মক্কায় হয়ে হাজি ।।
		মনের মাঝে বেহেশতের আশা, 

		যে করে সে সর্বনাশা, 

		নিয়তের হাদীছ খোলাশা, 

					দলে দলে মেয়ে সাজি ।।
		মাওলাকে যে তলব করে, 

		মাওলা তারে তলব করে, 

		আমি মর্দ বলি সেই জনারে, 

					আহসান আলী দল খারিজী ।।