কোন ঘরেতে চার দরজা রয়েছে খোলা ।।
কোন ঘরে খোদ কামিলকর দীন-পয়গম্বর মুর্শীদ-মাওলা।।
ক্ষিতি -জল কি বাও -হুতাশন,
এরা সব সেই ঘরের গঠন,
জিজ্ঞাসা করিগো এখন,
সেই ঘরের কয়তালা ।।
ঘরে কয় জনা পীরের থানা,
কয় নিশান, কয় ছামিয়ানা,
আমি শুনতে চাই তার বেনা,
ঘরে কয় বাতি জ্বালা ।।
ঘরে কয় সিঁড়ি, কয় পীর হুজুরী,
চৌকিদার কয়জন প্রহরী,
মুর্শীদ সকীন আলীর চরণ ধরি,
কয় আহসানউল্লা ।।