কলি জামানায় পীরের মূল্য আধা পয়সা

কলি জামানায় পীরের মূল্য আধা পয়সা


কলি জামানায় পীরের মূল্য আধা পয়সা নাই ।।

ঝিনি তুলে মতি ফেলে চুন বেঁচে চুনারু ভাই ।।
		আজ কলিকালে ভাই, 

		জাতের বিচার নাই,
কত জোলা-যুগী সৈয়দ হল সেজরা সিড়ি নাই।

কত পীরান পীর রইলো পড়ে দেখা শোনা কিছুই নাই ।।
		নবীর ওয়ারেশ লোকে, 

		কেই চিনেনা তাঁকে,
পরশ মণি দূরে ফেলে ভোজ বাজী দেখে। 

চাঁদী সোনা, কেউ পুছে না, কোলির ঘোরে দেখতে পাই।।
		কত যোগী-সন্ন্যাসী 

		আর মৌলবী মুনশী
কোরান কেতাব বস্তা বাঁধা, তারা ভন্ড তপস্বী। 

তারা চলে কলে, খোদা বলে, আহসান আলীর মুখে ছাই ।।