কি দেখিয়া ক্ষেপলি ক্ষ্যাপা, বল্ না আমারে ।।
তোর সংগে আছে দুমকি কুকুর হুকুর যে মারে ।।
সংগে স্ত্রী নিয়ে হয় বনবাসী,
তারে শাস্ত্রে বলে ভন্ড তপস্বী,
সে যে কামী-লোভী বিগরা রোগী,
অম্বলেরই স্বাধ করে ।।
মনসুর হাল্লাজ ক্ষেপেছিল,
ক্ষেপার আইন সেই পড়িল,
আমি সত্য সে বলিল,
দুনিয়া তরক করে।।
সংগে স্ত্রী নিয়ে ফকিরী করা,
স্কন্ধে কুত্তা লয়ে শিকার ধরা,
আহসান আলী তেমনি ধারা,
কাম-ফাঁদে পড়ে।