খুঁজে দেখনা তারে ঘরের ভিতরে ।।
জ্ঞানাঞ্জন চক্ষে দিয়ে দেখনা চেয়ে,
নীলমনি অন্তঃপুরে।।
উর্ধ্ব ঘরের উর্ধ্ব নহর,
উর্ধ্ব মানুষ উর্ধ্ব শহর,
উর্ধ্ব ঘর ঘরের ভিতর
উর্ধ্ব মানুষ রয়েছে।
তারে যে দেখেছে সেই পেয়েছে,
ভব-বন্ধন যায় দূরে ।।
আবের ঘর আতশের কুঁড়ে
আছে আব হায়াতে জুড়ে,
জ্যোতির্ময় নীরে-ক্ষীরে,
নড়ে চড়ে সেই ঘরে।
যার কাজল কোঠায় বারামখানা,
বসতি হয় মনিপুরে ।।
ঘরে নয় দরজা কমলকোঠা,
চিলে কোঠায় আয়না আটা,
রঙ মহল তার মনিকোঠা,
তালা আঁটা ভিতরে।
তার উপর তালায় খোদ মহাজন,
শোন রে আহসান, কই তোরে।।