খোদা রাসুলেই ভেজা, নামাজ আর ও রোজা,
না করিলে সাজা, মন তুই পাবি আখেরে ।।
সে যে তৌহিদী ঈমান, নামাজ আপন,
আমানত ধন আল্লাহর, দিয়াছেন সবারে ।।
পরেন্দা দরেন্দা যতেকও জানোয়ার,
খাকী, নূরী, জ্বীন, ইনছানো সবারে,
তাই নামাজ রতন, করহ যতন বাতেন ও জাহিরে ।। আত্মা খুঁজে দেখ অজুদ আপনা, মিম মোকামে আছেন মালেক রাব্বানা, নায়তোয়ানে ফানা, মোত্তাকিন আপনা লা মোকামে সেজদা হবে যের যবরে।।
শরিয়ত তরিকত নামাজ আছে চার প্রকার,
এজাযত দিলেন নবী শোনেন চার ইয়ার,
তাই বলেরে আহসান, চার পীর চৌদ্দ খান্দান,
সিড়ি বরযোখ ধরবি যদি, আউল ও আখেরে ।।