খেয়ালী নদীর কূলে

খেয়ালী নদীর কূলে


               খেয়ালী নদীর কূলে ।।

              কত শথ রত্ন জ্বলে, আশক ধিয়ানে ফলে,

                                            অটল অমূল্য মিলে ।।

               কহিতে অক্ষর নাহি হয়, বে-নিশানী অংগ শূন্যময়,

		শূন্যকারে খেলায় তরংগ শুনে লাগে ভয়।
				আশেক অগাধ জলে
				ডোবে রত্ন পাব বলে,
				খোদার দিদার পায়, 

							মনি মুক্তার বদলে ।।
		বাড়ি ঘর ছেড়ে কেউ হইল যোগিনী, 

		তবু তো ঢুড়িয়া তারা না পাইল নিশানী।
				তৌহিদ নদীর জলে,
				পাথর ভাসিয়া চলে, 

				শোলা ডুবে যায় পাতালে,
				গুরুর কৃপা হইলে ।।

		আশেক মাশুক দোহে প্রেম-তরঙ্গে ভেসে যায়, 

		অকূল সাগরে ডু'বে অমূল্য রতন পায়।
				হীরামতি লাল জহরা, 

				বেচা কেনা করে তারা 

				টলে না এক জাররা, 

							ঝড়ি-তুফান আইলে ।।
		সাধন-সন্ধান শক্তি, অভক্তিতে হবে না, 

		ধনে, জনে, মানে, গুণে, কুলশীলে পাবে না।
				আহসান আলী কুলের আড়ি, 

				ভিক্ষা মাঙ্গে বাড়ি বাড়ি, 

				করে কেবল ফটকেচারী 

							সকীন আলীর চরণ ভুলে ।।