কেন মনের ঘোরে ঘুরছে ঘোর আন্ধারে

কেন মনের ঘোরে ঘুরছে ঘোর আন্ধারে


কেন মনের ঘোরে ঘুরছে ঘোর আন্ধারে ।।

তোর নিকটে ধন, গুরুর চরণ, স্মরণ না করে ।।

         বালাকুন্ডু, শ্রীবৃন্দাবন,

     গয়া-কাশী পদ-পর্যটন, 

    কোটি তীর্থের ধন, শ্রীগুরুর চরণ, 

			 পতিত-পাবন বলগো যারে ।।
     মনে বলে সাধন করি, 

    আবার মনে বলে নাই করি, 

     করি কি নাই করি, ধোঁকায় ঘুরে মরি, 

			  সারতে গেলে ধোঁকা আবার ছোঁ মারে ।।
   সখীন আলীর চরণ-তীর্থ, 

  আহসান আলী কর বর্ত, 

  নইলে চুর-আশির দ্বার, ঘুরবি কত আর, 

		  ঘুরতে ঘুরতে জনম যাবেগো ঘুরে ।।