কানার পাছে নামাজ পড়া জায়েজ নয় ।।
কিঞ্চিৎ নামাজ হইতে পারে, কানা যদি হাফেজ হয় ।।
কানা খোঁড়া অন্ধ জনা,
জামাতে ইমাম হবে না,
খোদা ও রাছুলের মানা,
হাদীছে তাই দেখা যায়।
কানা কি কানার তরে
রাস্তা বাতাইতে পারে?
কানা আপনার আপনি চিনতে নারে,
পরকে চেনা বিষম দায় ।।
কোরানেতে মানকানা,
আয়াতের মানে বুঝিবে না,
আউয়ালে আখেরে কানা,
কানার এ দীন-দুনিয়া।
এখানে সেখানে কানা,
জাহেরে বাতেনে কানা,
কানার ভিতরে কানা,
আসল কানা তারে কয় ।।
আপনার ইমাম যারা,
চিনিতে না পারে তারা,
পরের ইমামতী করা,
করেন তারা কি মতে।
আহসান আলী বলে আল্লা
পীর মোহাম্মদ মুর্শীদ মাওলা,
না চিনিয়া মুড়াই কাল্লা,
নামাজ আদায় কিসে হয় ।।