জলিলো জব্বার রহিম রহমান

জলিলো জব্বার রহিম রহমান


জলিলো জব্বার রহিম রহমান।

কুদরত জোরে, সুষ্টি করিল ।।

শুন্য কারে ছিল সাঁই, করে সে রাগের আশ্রয়,

আপনার জন্ম আপনি লইল ।।

ডিম্ব যখন ভেসে যায়, রাত দিন নাহি ছিল তায়,

মা জহুরা সে ডিম্ব ধরিল, সেই ডিম্বতে উষুম দিল,

আল্লাহ তারে মা বলিল, সাধুর খাতায় এই বাণী লিখিল ।।

সাধুর মুখে শুনতে পাই, কালীতে কালামুল্লায়,

ছিয়া কালীতে আসমান কালো হলো,

সেই কালীতে মাথার চুল, তৈয়ার করেন রব্বকুল,

দেল কালীতে কোরান লিখিল ।।

আহসান আলী ভেবে কয়, আল্লাহ আল্লাহ বল ভাই,

কিয়ামত যে সামনে এলো।,

কিয়ামতের দিনে ভাই, কি করবেন মালেক সাঁই, দিনে দিনে দিন তো বয়ে গেল ।।