জিব্রাইল জবানে নবী আওয়াজে খোদায় ।।
মিকাইলে সংগ নিলে আন্কা খবর পাওয়া যায়।।
জিব্রাইলে আল্লাহর কথা কয়,
মিকাইলে তাই শুনতে পায়,
দেল-ছফিনা পড়ছে নামাজ,
কান-ছফিনা শুনতে পায় ।।
আর একটি কথা শুনি,
পানির মধ্যে শুকনা জমি,
আঠার মোকাম তাই কায়েমী,
বায়তুল মজিদ সেথা রয় ।।
আহসান আলী জানে না লীলে,
সেই জাগাতে সেজদা দিলে,
খোদার দিদার তাতে মিলে,
সকীন আলী কয়।।