জেনে নামাজ পড় সবে, পড় নামাজ মোমিন গণ

জেনে নামাজ পড় সবে, পড় নামাজ মোমিন গণ


জেনে নামাজ পড় সবে, পড় নামাজ মোমিন গণ,

আছে পঞ্চ সেজদা তার মিলনরে,

পঞ্চ সেজদা তার মিলন ।।

একদিন নবী গেলেন জুম্মার জামাতে, লোক ছিল নাসাথে,

ছিলেন একাই সেজন, নবী ভাবে মনে মনে, কি করি এখন,

লোক না হলে জামাত হবে কেমনে ।।

আপন অজুদ নবী করিলেন ধিয়ান, দেহ খুঁজে লোক বাহির

করেন ৬৪জন, তার ৩০ জনা হলো লায়েক ৩৪জন

অকারন ।।

৩০ জন লয়ে নবী জামাতে হইল খাড়া, ২৭ জনা দিল

সেজদা ৩জন দিল না, সেই ৩জনা হয় কোন কোনজনা,

ঐ ৩জন চালায় আল্লাহর ভূবন ।।

যাহারা চালায় এ ত্রিভূবন, কি বা তাদের করন কারণ,

আহসান আলীর গেল না ভ্রম, যে জান সে বল এখন,

দলিলে তাই প্রমাণ দিলে, তাদের চিনলে হবে সফল

জনম, না চিনিলে বৃথা জনম ।।