জানতে হয় মুসলমানের পঞ্চ বেনা

জানতে হয় মুসলমানের পঞ্চ বেনা


জানতে হয় মুসলমানের পঞ্চ বেনা।

রোজা নামাজ কালমা জাকাত, এক শ ত্রিশ ফরজ

তা খাজনা ।। নামাজের এক আত্মা আছে, যেনে লও মুর্শিদের কাছে,

আত্মা ছাড়া মুর্দা নামাজ, নিয়াত ছাড়া পাঞ্জে গানা ।।

বরযোখ ছাড়া নামাজ পড়া, খোদা ছাড়া সেজদা করা,

কাবার পানে দিশাহারা, নিয়ত বান্ধ মক্কা খানা ।। পাঞ্জাতনের ভাব জান না, পড় নামাজ পাঞ্জেগানা, নিয়ত বান্ধ নায়তোয়ানে, তন ছাড়া নামাজ হবে না ।। ফরজ সুন্নত পড়, ইবলিসের তরিকা ছাড়, খোদা চিনে সেজদা কর, আহসান আলী ঝলসা কানা ।।