হলাম আসলে দীনকানা।।
দীন-দুনিয়া জাহের-বাতেন,
কানার রাত্র-দিবার নাই ঠিকানা।।
দীনেতে আছি বসে,
না হল দীনের দিশে,
দীন পেলাম না।
দীনের কর্তা যিনি,
দীন জারী করলেন তিনি,
মক্কা-মদিনা।।
মদীনায় রাছুল নামে,
এসেছিল কিবা কামে,
কাম পেল না।
নামেতে ইয়াছিন,
হইয়া অচিন,
লা-শরীক সেইজন্য
হাকিমূল রব্বানা ।।
কুনতো কাজান পড়ি,
পড়িয়া বুঝতে নারি,
মাখতমখানা।
আহসান আলী সে মানকানা,
আউয়াল ও আখেরে কানা,
জাহেরে বাতেনে কানা,
কানারই কারখানা ।।