হায় লাহুতের কিনারায়

হায় লাহুতের কিনারায়


                হায় লাহুতের কিনারায় ।।

		জলে মীন ভেসে চ'লে যায় ।।
		কতজন ধরব বলে 

		বসে আছে নদীর কূলে, 

		হঠাৎ গিয়া নামলে জলে, 

				কাম-কুম্ভীরে ধরে খায় ।।
		লাহুত দরিয়ার ওপার, 

		তার না মিলে কিনার, 

		সাত সমুদ্র তের নদীর 

				গতীক বুঝা ভার।
		কানা বগীর সাধ্য কিরে 

				মাছ ধরে তোলে ডাঙ্গায় ।।
		সে নদীতে বয় শত ধারা, 

				চিনে রসিক যারা, 

		মাছরাঙ্গায় মাছ ধরাই সত্য 

				নিরিখ নিহারা।

		শূন্যের উপর নিরিখ রেখে
				পলকে মাছ ধ'রে লয় ।।
		প্রেম-নদী ভাসে জোয়ারে,
				তিথির যোগ অনুসারে,
		বার মাসে চব্বিশ পক্ষ,
				মীন চলে নূরে।
		আহসান আলী ইচে ধরে
				খালই ভরে হায়'রে হায় ।।