গুরুর চরণ বিনা ভবসিন্ধু পারে যাইতে
পারের সাথী কে আছে আর ।।
চরণ-তরী করে ভেলা, দূর করে সমনের জ্বালা,
যম-যাতনা ঘোর অন্ধকার ।।
পুলছেরাত পারে যাইতে,
বড়ই সংকট হবে পথে,
কে হবে তোর সংগের সাথী,
সেদিন কেউ দেখবে নারে কেবা কার।।
শোনরে মন বলি তোরে,
পুলছেরাতের অন্ধকারে,
কেমনে যাবি পারে
মনে গুরুর রূপ নাই যার ।।
চুলের সাঁকো হীরার ধারে,
একদিন যেতে হবে পারে,
শোরে আহসান বলি তোরে
ডাক মাঝি সাঁই কর্ণধার ।।