গুরু তুই বিনে আর কে আছে, তাই বল।।
তুমি অগতির গতি গুরু, অকূলিয়ার কূল্ ।।
তুমি আমার শক্তিবল,
তুমি আমার মুক্তি-ফল, সাঁই গো।
তুমি আমার ভক্তি - বল্
তুমি কর্মফল।।
তুমি আমার সেবা সাধন,
জীবনের জীবন - ধন, - সাঁই গো।
তুমি আমার আত্মা-পাখী,
আমি তোর পাগল ।।
তুমি আমার ধন-জ্ঞান,
তুমি মুরশিদ নিরঞ্জন, - সাঁই গো।
তুমি আমার পাপ-পুণ্য,
ধর্ম-কর্ম-ফল। ছ্যাচ নিতু
আহসান আলীর সর্বস্ব ধন,
সকীন আলীর যুগল চরণ,-সাঁই গো
আমি চাইনারে ধন, চাইরে চরণ,
এ কাল ও সেকাল্ ।।