গুরু তোমার কাছে আমার জানার প্রয়োজন

গুরু তোমার কাছে আমার জানার প্রয়োজন


গুরু তোমার কাছে আমার জানার প্রয়োজন।

এ পৃথিবী সৃষ্টির আগে, কোথায় ছিলাম দুই জন ।।

নাহি ছিল এ বিশাল বিশ্ব, কোথায় গুরু কোথায় শিষ্য,

কি দোষে আমি হই বিচ্ছিন্ন, শিষ্যরূপ করিলাম ধারন।।

কোন গুনের গৌরবে, গুরু তুমি এলে ভবে,

জনম কিবা কর্ম্মের আগে, কি ছিলে তখন ।।

না জানিয়া তত্ত্ব বিচার, আহসান আলীর জীবন বৃথায়,

গুরু শিষ্য এই দুজনার কাহার কখন হলো জনম ।।