গুরু তোমার চরণ-দাসী হয়ে রব ।।
তোমার চরণ-মালা গলে লয়ে মনের সাধ মিটাব ।।
তুমি হে করুণা -সিন্ধু,
অসময়ে তুমি বন্ধু, সাঁই গো।
চরণ পাব বলে বানছা মনে,
কতদিনে পাব ।।
আশার আশে আছি বসে
তোমার চরণ-তরী পাব কিসে, - সাঁই গো।
এসো, হৃদয়-মন্দিরে গুরু,
তোমারে রাখিব ।।
চাতকিনী জল-বিহনে,
সদায় থাকে মেঘ-ধিয়ানে, - সাঁই গো।
জলবিনে উর্ধ্ব নয়নে
আর কত দিন রব ।।
মুর্শীদ সকীন আলীর চরণ ধরে,
আহসান আলী বিনয় করে, - সাঁই গো।
আমি কত দিনে ঐ চরণে
ডিগ্রী - জারী পাব ।।