গুরু-রূপে নিজ-রূপ করিয়া মিলন

গুরু-রূপে নিজ-রূপ করিয়া মিলন


        গুরু-রূপে নিজ-রূপ করিয়া মিলন।।

    রূপেতে রূপ মিশায়ে অচিনারে চিন।।

		আত্মাসম রূপের পাখী, 

		হৃদ-পিঞ্জিরায় রাখি, 

		শয়নে স্বপনে দেখি, 

					করিয়া ধিয়ান।।

		অনুরাগী রূপ-নিহারা, 

		দর্পণে রূপ দেখে তারা, 

		নয়নে মনে দেয় প্রহরা 

					সদা সর্বক্ষণ।।

		অপরূপ সেই রূপের পারা, 

		দর্পনে রূপ গিলটি করা, 

		রূপ-নগর তার ভিতরে পুরা, 

					রূপেই রূপের গঠন ।।

		আহসান আলী দর্পণ কিনে, 

		দেখলিনা রূপ একই দিনে, 

		ফেলে রাখলি ঘরের কোণে, 

					করলি না তার যতন ।।