গুরু নিন্দা করে হবে নরকে বাসা

গুরু নিন্দা করে হবে নরকে বাসা


গুরু নিন্দা করে হবে নরকে বাসা ।।

দীন-দুনিয়া সব অকারণ, ভজন-সাধন নিরাশা।। গুরু -নিন্দা করে যারা,

খোদা-রাছুলের দুশমন তারা,

তার আসমান জমিনে, জায়গা হবে না কখনে,

লানতুল্লা হ'ল সেই সর্বনাশা ।।

গুরু ত্যাগী মহাপাপী,

দেখে আসমান জমীন উঠে কাঁপি,

জীন নূরী ইনসান, তার নিকটে না যান,

গুরু-ত্যাগী পাপের নাই মীমাংসা ।।

সকীন আলীর চরণ ধরে

আহসান আলী বিনয় করে,

আমি হই না যেন ত্যাগী, মহাপাপের ভাগী,

চরণ-ভিক্ষা মাঙ্গি চাইনা অন্য আশা ।।