মালা জপ রোজ দুই বেলা ।।
মন-সূতায় গেঁথে মালা,
প্রেম-গুণের গুণ-মালা,
লয়ে প্রেমের ঝোলা, প্রেমের মালা,
জপ প্রেমের গাছতলা।।
মালার সংগে জপ কালা,
অজপা জপনে ওয়ালা,
সে নাম হৃদয়ে হৃদয়ে,
যায় না সে ভেদ খোলা ।।
দেখেশুনে মন-নয়নে
বসিয়া ঐ প্রেমাসনে,
ডাক তারে ধ্যানে-জ্ঞানে,
হয়ে মাতোয়ালা ।।
সকীন আলী বলে, আহসান
মন-মালাকে সার বলে জান,
মনের মালা জপ নিরালা,
ফেলে কাষ্ঠের মালা ।।