গুরু মেরে কর ধর্ম্মের জয়,
গুরুকে মারতে পারলে হবে রে তার ধর্ম্মের জয় ।।
গুরুর হাতে পায়ে লাগাও বেড়ি, কাটো একটি প্রেমের ছড়ি,
এমনি করে মার বাড়ি, যুগে যুগে দাগানী রয় ।।
কাম গুরু তোর নিজ পতি, প্রেম গুরু হয় পরম পতি,
কামকে মারিলে সতী, হবেরে প্রেমের উদয় ।।
যে চিনেছে পরম পতি, সেই তো আদ্যশক্তি,
যে শক্তি হয় জীবের মুক্তি, আহসান আলী কয়।।