গুরু বিনে আমার কি ধন আছে

গুরু বিনে আমার কি ধন আছে


গুরু বিনে আমার কি ধন আছে ।।

সে ধনের ধনী আমি,

		সে ধন আমার নাইরে কাছে, 

	সপ্ত নদী পূলছেরাত 

		পার হইতে ভয় কি আছে ।।

যে জানে সেই চরণ সার, 

পুলছেরাতে ভয় কি তার, 

হীরের ধারে অন্ধকারে 

		চরণ-তরী সার করেছে ।।
সপ্ত নদী পার হইতে,

 সংগের সাথী হবে সাথে, 

ছোঁয়া-কাঠি সমুদ্রেতে। 

		লণ্ঠন বাতি জ্বলিতেছে ।।
গুরু রূপের বাতি ধরে 

অন্ধকারে যাবি পারে 

শোনরে আহসান বলি তোরে, 

		মূল চরণে ভুল হয়েছে।।