গুরু আমার বিরাজ করে হৃদয়-মন্দিরে

গুরু আমার বিরাজ করে হৃদয়-মন্দিরে


গুরু আমার বিরাজ করে হৃদয়-মন্দিরে ।।

কেন ঘুরছ রে মন ঘুমের ঘোরে ঘোর আঁধারে ।।

        যেমন জল ছাড়া মীন বাঁচে না,

	তেমনি গুরু ছাড়া শিষ্য থাকে না, 

	আছে মনের গুরু, কল্পতরু,
					অন্তঃপুরে ।। 

	গুরু-শিষ্যের একই আত্মা, 

	ভক্তের সাধন-সূতায় আছে গাঁথা, 

	ভক্ত ধিয়ান শূন্য হইলে, পূণ্য 

					যায় সরে ।।

	তিল পরিমাণ জায়গাখানে, 

	গুরুর আসন স্বর্ণ-সিংহাসনে, 

	আহসান আলী রেখো মনে, 

				সকীন আলীরে ।।