গোলের মধ্যে মাল হারালে খুঁজলে পাবে না

গোলের মধ্যে মাল হারালে খুঁজলে পাবে না


 গোলের মধ্যে মাল হারালে খুঁজলে পাবে না, হায় ।।

তুই যাসনে গোলে পড়বি ফেরে, ভগ্নদশা ঘটবে তাই।।
		রূপ-নগরে রূপের গোলা, 

		সাধ্য কি তার চাবিখোলা, 

		নীচে খাদ কাটা জোলা, 

					জাত পেলে জল তোলা।

		আমার জল সেচে কাল গেল বয়ে, 

					এখন রূপ-নগরে চল যাই ।।
		কাফ্-কূপের ঐ লোনা জলে, 

		চুম্বক লোহা সাঁতার খেলে, 

		নরো লোহা পড়বি ফেরে 

					ঠিক রেখ মন কলে।
		আকর্ষণে লয়রে টেনে 

					জাহাজ সহ মাঝি ভাই।।
		কারণ-বারির যোগ-বিশ্বাসে, 

		লোহা সোনা পরশ-স্পর্শে, 

		মন কেন তোর হয় না দিশে, 

					যোগেতে যোগ মিশে।
		সেই যোগ ভুলে আহসান আলী, 

					গোলে খালই পেতে বসে রয় ।।