একুনে আঠার সেজদা লও গুণি

একুনে আঠার সেজদা লও গুণি


একুনে আঠার সেজদা লও গুণি ।।

গাজা হাদীছ কোরানে মোকামে মোকামের

সেজদা রেখেছে কাদের গনি ।।

চার মঞ্জিলে কোরানখানা,

চৌদ্দ সেজদা আছে জানা,

আয়াত প'ড়ে সেজদা দে-না,

		হামীম সেজদা যেখানে। 

চার সেজদা রয় জাহেরী,

সেজদা হুকুমী আর শুকুরী,

সোহ সেজদা ভুলে পড়ে,

               রুকু সেজদা রয় শন্যি ।।

 আঠার মোকাম - মাঝে,

আঠারটি সেজদা আছে,

সফিনাতে শোধ লিখেছে,

		সিনাতে রয় গোপনে।

পশু - পক্ষী-তরুলতা

সেজদাতে দিয়াছে মাথা,

জীন ইসান নূরী হায়ান,

		সেজদাতে রয় আপনি ।।

তিল পরিমাণ জায়গা জুড়ে,

আঠারটি সেজদা পড়ে,

জাহের বাতেন দুই স্তরে,

গুরু ধ'রে লও জেনে।

ত্রিশ হরফে কোরানখানি,

এক হরফে তামাম শুনি,

আহসান আলী বর্জোখ ধ্যানী,

         করে সেজদা তামাম ঐ চরনি।।