একি আজব কারখানা

একি আজব কারখানা


একি আজব কারখানা ।।

সত্য বলতে গলা কাটা যায়,

মিথ্যা কইতে মানা।। আজাজীল আতশী ছিল,

খাস্ ফেরেশতা জানা গেল, 

আরশে নাম কে লিখিল, 

		শয়তান হবে একজনা ।।
নূরী গনি হুকুম করে, 

সেজদা কর আদমেরে, 

আজাজীল দম্ভভরে, 

		তাঁর হুকুম মানে না।
আহসান আলী বলে, ওরে- 

শয়তানের তৈরী ঘরে, 

কেবা সদা বিরাজ করে, 

		বিচার করে দেখনা ।।