এক মনে দুই ভাবলি কেনে, তুই না চাহিলি আপন পানে ।।
খোদাকে জুদা জেনে চেয়ে রইলি আসমানে ।।
খোদা খোদা করলেন পয়দা,
জাত-সেফাত এ দুনিয়া,
কুল্লে-আলা কাদের গনি,
আকার নিরাকার তিনি,
বর্তমান সাঁই আদম-তনে, জাহের বাতেন গোপনে ।।
আপনাকে না চিনিয়া মুসলমান হয় কত জনা,
না চেনে খোদা-রাছুল মুশরেক বেদাতী কানা,
মুখে বলে খোদা খোদা,
মনে মনে ভাবে জুদা,
এমনি মত কত গাধা দেখা যায় মরদুদ শয়তানে ।।
নাহ নো আকরাবু ব'লে কোরানে সাঁই খবর দিলে,
শাহা রগ হইতে কাছে পাবে খুঁজিলে,
সকীন আলী বলে সেহ,
মান আরাফা নফছাহু,
ফাকাদ আরাফা রব্বাহু, আহসান আলী রেখ মনে ।।