দুনিয়া উতারখানা কস্ত্রীর দোকান ওই ।।
দাগাবাজের দাগা খেয়ে হয়রান হই।।
দোকানীরা মন-মোহনী,
বেচিতেছে লুচি-চিনি,
হরে নিল পরশ-মণি,
(আমি) রূপ দেখে চুপ রই ।।
রঙ্গ-রসের দোকানদারী,
যত সব রসের ব্যাপারী,
হাটে খাস্ গ্রাহক নাই, হায় কি করি,
মনের দুখ কারে কই।।
দুনিয়ার দোস্তি হারাম,
ঐ দেখা যায় নিস্তির গুদাম,
আহসান আলীর খালি বদনাম,
সকীন আলীর চরণ-বৈ ।।