দুই রূপে এক আত্মা ভেদ-বিচারে

দুই রূপে এক আত্মা ভেদ-বিচারে


দুই রূপে এক আত্মা ভেদ-বিচারে !!

পুরুষ প্রকৃতির ঘরে দুই রূপে এক একেশ্বরে !!

	আত্মারই মহাত্মা, 

	পরম ঈশ্বর পরমাত্মা, 

	আত্মারূপে জগত-কর্তা, 

			খুঁজলে পাবে মানুষ নগরে ।।
	অহং শব্দে স্বহং তিনি, 

	গুপ্ত-ব্যক্ত কাদের গনি, 

	আত্মাতে মিশায়ে ধ্বনি, 

			সাঁই রব্বানী মানুষ আকারে ।।
	আত্মার তত্ত্ব আসল তত্ত্ব, 

	বেদ-বিধির পর যাহার অর্থ, 

	জ্ঞান ওঙ্কার হয় না অন্ত, 

			আহসান আলী ক্ষান্ত নিরাকারে ।।