দীন-ধর্ম-ঘরের চার দরজা খোলা আছে মন ।।
নকশাবন্দী-চিশতী-কাদরী-ছরওয়ারী চার শোন ।।
চার দরজা চার পীরে,
চার নিশান্ চার ছামিয়ানাপরে,
মঈনুদ্দীন-আবদুল কাদিরে,
দুই দরজা হন্ ।।
ঘরখানি দীনের রাছুল,
চার তরীক চার দরজার মূল,
চার সিঁড়ি যাজন-পথে
একই নিরঞ্জন।।
চার পীর এক আল্লা মানে,
রাছুলউল্লার বর্জোখ ধ্যানে,
চার পথের মিল একই খানে,
রাছুল এক জন ।।
সকীন আলীর ধর্ম-ঘরে
দেখরে আহসান রূপ-নিহারে,
রূপ ছাড়া নয় কোন খানে
ভজন আর সাধন ।।