দেখনা ভাই আইন ধ'রে বিচার ক'রে
দুই রাস্তায় এক মুসলমানী ।।
নবুয়ত নকল শরা, উলটা দাড়া,
বেলায়েত পায় মুক্তামণি ।।
সে রাস্তা নবুয়তে, জাহেরা যা'তে,
রোজা নামাজ কলমা জাকাত,
ঈমান ছে খোদাতালা, মুর্শীদ হেল্লা,
আছে কালুবালা কাদের গনি ।।
বেলায়েত আছে ঢাকা, সেরূপ বাঁকা,
ফানাফিল্লা ফানা বাকা,
মন বাঁকা, বাঁকা সিড়ি, মিলন করি,
দুই পথে এক আছে মানে ।।
দুইকে এক যে করেছে, ভয় কি আছে,
শংকা নাই তার ডংকাপুরে;
আহসান আলী সিড়ি ধ'রে থাকগা প'ড়ে,
নইলে শংকা পাবে মনে ।।