দেখে শুনে রেখো মনে তাল আর মানে

দেখে শুনে রেখো মনে তাল আর মানে

নামাজতত্ত্ব

দেখে শুনে রেখো মনে তাল আর মানে ।।

জেনে শুনে পড় কালাম ঠিক ঈমানে ।। পড় মোমিন লা-ইলাহা,

	হকিকতে এই রাহা, 

	নামাজেতে আছে যাহা, 

			মনে করে দেখ এখানে ।।

	আদামা আলা ছুরাতে তে, 

	এ নামাজ জন্ম যাতে, 

	চিনেনে না হকিকতে, 

			আয়াতে কোরানে ।।

	যে নামাজে খোদা রাজী, 

	জানে তাহা ওমর কাজী, 

	আহসান আলী দাগাবাজী, 

			বরজোখ ধিয়ানে ।।