দেখে না ভাই কলিকালে, হাজী হলে

দেখে না ভাই কলিকালে, হাজী হলে


দেখে না ভাই কলিকালে, হাজী হ'লে, মান্যমান হয় সভাস্থলে ।।

কতজন চাকরী ছেড়ে, ভিক্ষা ক'রে, হজ্ব-মক্কাতে যায় গো চ'লে ।।

             ইব্রাহীম নবীর ঘরে, হজ্ব গুজরায়ে

				দেশে এসে হয় মুসাফির,

	বেদাতীর হাতের খানা, খেতে মানা, 

				হিন্দুর দৈ খায় কোন্ দলীলে ।। 

	বলি তোর মনের কথা, দৈ-এর মাথা, 

				দেখলে মতি ঠিক থাকে না, 

	ভুলে যায় হাদীছ কোরান, নবীর ফরমান, 

				লালোচেতে ম্যালোচ হলি ।।
	কতজন হাজী দেখ সিদা 

				পাকায় আপন গিয়াত বাড়ী, 

	হাজী রাঁধে হাজীরা খায় বেদাতীর দায়, 

				আহসান আলী দধি ঢালে ।।