দেহ জরিপ সারা মিলন করা, কম্পাসে মিলন ।।
আড়ে দিঘে ফেলে রশি চুর আশি ক্রোশ বৃন্দাবন ।।
তিন যবেতে এক অংগুলী হয়,
তিন আংগুলে এক গিরা কয়,
আট গিরাতে এক হাত হয়,
স্পষ্ট বললাম এখন।
জরিপ নয় সে এমনি ধারা,
রশিতে কষ্টি করা,
পেনের গায়ে কলম মারা,
দেখ, যদি থাকে নয়ন ।।
মৃত্তিকাহীন সরোবরে,
সেই কম্পাসে জরিপ করে,
কেমন করে বুঝবি হারে,
ষোল সংক্রান্তি এক দিবস।
জানে না কাগ ক্রান্তি তিল,
সেকি জানে কম্পাসের মিল,
করতে যায় হাইকোর্টে আপিল,
(যেমন) বোবায় দেখে কুশবন ।।
অতীত পতিত জমি জলকর,
সাঁই করেছে একাকার,
মাল গুজারী করিবে না আর,
রূপ-উল্লাসে চিবি কেমন
জরিপ নয় সে এমনি ধারা,
সাড়ে তিন কাঠায় সাড়ে তিন কড়া,
আংগুলে আংগুলে কড়া
কয় কাঠায় বলন।।
চৌদ পোয়া দেহখানা,
জরিপ ক'রে তাই দেখনা,
দেখলে পরে মিটবে গোল,
সন্দেহ তোর রবে না।
সাড়ে তিন কাঠার ভাগ জাননা,
ঐটাতে হয় ভাবনা,
আহসান আলীর এই বাসনা,
সকীন আলীর চরণ খানা ।।