চরণে রেখো মতি, এই মিনতি,
প্রাপ্ত হই যেন, অন্তিম কালে ।।
তুমি হে দীনবন্ধু, ভবসিন্ধু
পারের সম্বল সবাই বলে ।।
আমি অতি মূঢ় মতি, ভক্তি-স্তুতি,
শক্তি দাও মোর হৃদ-মাঝারে।
জ্ঞান-বাতি দাও হে জ্বেলে হৃদ-কমলে
ডাকি সদায় গুরু বলে ।।
জানি না তোমা-ভিন্ন, পাপ আর পূণ্য,
চরণ পূজায় সব দিয়েছি।
তুমি আমার হলে বাঁচি ভব-কৃষি,
কিছুই রাখি নাই আমার বলে ।।
হয়েছি অসাধ্য রোগী, অম্বল ভোগী,
চির রোগী আহসান আলী।
দিয়ে অমৃত গুলি, চরণ ধূলি,
ক্ষমা কর দাসী বলে ।।