চল হাওয়া ধ'রে মুর্শীদ ধিয়ান করে

চল হাওয়া ধ'রে মুর্শীদ ধিয়ান করে


   চল হাওয়া ধ'রে মুর্শীদ ধিয়ান করে ।।

 হাওয়ার সঙ্গে আসা-যাওয়া রূপ-নগরে ।।
		নাফাকন্তু ফিহে বলে, 

		কোরানে সাঁই খবর দিলে, 

		খোদ খোদে নিজ দম, 

					ফুকেছে দ্বিদম, 

		সিংহাসনে ব'সে আদম দ্বিদম পড়ে ।। 

		চারি ছয়ে চব্বিশ হাজার, 

		চলছেরে দম দমের শুমার, 

					দ্বিদম শনিদম আর, 

					গুপ্তদম সার,
	সাঁই যাওয়া-আসা করে ভিতরে-বাহিরে ।।

		দমের মধ্যে আধা দম রয়, 

		আস্তে-যেতে বায়ু দুই নাম কয়, 

			তারে দেখা নাহি যায়, 

			অনুভবে পাই, 

	আত্ম-পরিচয় সেই নামের অক্ষরে ।। 

		হেফজো দম নিজ নামের ধ্বনি, 

		সকীন আলীর অকৈতব বাণী, 

		শোনরে আহসান আলী, 

		হাওয়ার দুই দিকে গলি, 

	হায়াত-মউত দুই জন ঘোরে আর ফেরে ।।