চিশতী তরীক, নকশাবন্দী, কাদের ছরওয়ারে ।।
নবী চার তরীক জাহেরা ক'রে রইলেন নিহারে ।।
আব আতশ খাক বাতে,
চারজনা একখানে থাকে,
আছে চারজনা চৌদ্দখানা
খান্দান জুড়ে।
মর্ম ভারি অজুদখানা,
ভিতরে অজুদ মাস্তানা,
আছে ওয়াজেবুল ওজুদ,
আরেফুল ওজুদ কয় যারে ।।
চার পীর চৌদ্দ খান্দানে,
নবী রয়েছেন বর্জোখ ধ্যানে,
আহসান আলী খোঁজে নবী,
খোঁজে চিশতীয়ার ঘরে ।।