চিনতে না পারি দীনের নবীজী আখেরে।।
মোহাম্মদী নূর-হুদা আহাম্মদের গাছে রয়,
লীলা কারী, আপনি নূরী, ময়ুর ময়ুরী রে।।
নবীর নূরে ছারেজাহান,
আরশ কুরসি সিংহাসন,
সে নূর রাগপাত্রে খন্ডন করে,
নিরঞ্জন নিরাকারে,
জীব-জাহানে বর্তমানে, লা-মোকামে উজালা।
এবার নূরের বাতি দিবা রাতি,
জ্বলছে অন্তঃপুরে।।
খাতেমুন নবীজী নূরী,
জাহের হল মদীনায়,
এলো ছিনায় ছিনায়, এ মদিনায়
আবদুল্লার ঘরে।
মুরশিদ সকীন আলী বলে,
আহসান কেন ভাব তুমি,
মুরশিদ বর্জোখ ধরে চিনতে হবে,
নবী কেমন জনা রে।।