চিনে-নে রে মন-ভোলা, খোদ-রূপে

চিনে-নে রে মন-ভোলা, খোদ-রূপে


চিনে-নে রে মন-ভোলা, খোদ-রূপে খোদাতালা ।।

সে রূপ দেখেছিল মনসুর হাল্লাজ, তাইতে বলে আমি আল্লা।।

		আমি আমি সবায় বলে, 

		কেহ বলে না জিজ্ঞাসিলে, 

আমি বলা দলিলেতে শেরেক হয়েছে।

		জাহের বাতেন শেরেক ছাড়, 

		নফি এন নফি কর, 

তবে হবে আপন খবর, হাসেল হবে ফানাফিল্লা।।

		কেবা আমার, আমি বা কার, 

		কারে বলি আমার আমার, 

যে রূপ আকার সে রূপ প্রকার, 'আমি' শব্দ নহে আমার।

		লা-শরীক সাঁই একেলা, 

		সেই হুকুম দেয় আমি হেল্লা, 

হকিকতে সে ভেদ খোলা, কুম বে-এজনে বা এজনে-আল্লা ।।

		ফানা ফিশ শেখ ফানা বাকা, 

		ফানা ফির রাছুল ফানাফিল্লা, 

শোনরে আহসান বুদ্ধিনাশা, আসলে চাষা সার।

		আল্লা কুল্লে শাইন কাদীর, 

		তুমি ছামি, তুমি বছীর, 

তুমি মুহিত নূর কাদীর, অন্ধকার এ জগত আলা ।।