বল দোজখে যেতে ভয় কি আছে।
ইমাম হাসান হোসেন, মা ফাতেমা, হজরত আলী,
রাসুল যদি যায় সাথে ।। যে নূরে মোহাম্মাদ নবী, সেই নূরে আদম ছবি,
তবে কেন আদম দোজখে যাবি, ডুবে দেখ সেই পথে ।।
পাক পাঞ্জাতন দেহের গঠন, পাকেই পাক-পাঞ্জাতন,
করেন সৃজন, পাঞ্জাতন ছাড়া দেহ হয় কি মতে ।।
মূশীদের মেহের যে পেয়েছে, দিব্য আঁখী তার খুলেছে,
আহসান আলী পরছে ফেরে, সদায় বেড়াই কুপথে ।।