ভক্তির বিচার করলেন খোদা খোদ-নিজে

ভক্তির বিচার করলেন খোদা খোদ-নিজে


ভক্তির বিচার করলেন খোদা খোদ-নিজে ।।

হুলহুলিয়ার মজিদ ঘরে মক্করউল্লা মক্কর করে ।।

        হুলহুলিয়ার মজিদ ঘরে,

	মক্করউল্লা মক্কর করে, 

	কবর একটি বের করে, 

			মিম্বারের দক্ষিণ ধারে।
	হাজিরা কয় হায় কি হ'ল,
	উপায় কি করি তাই বল, 

	যুক্তি করি গিয়া চল,
			হাদীছ কোথায় পাই খুঁজে ।। 

	কলিকাতার শহর বিছে, 

	ফুরফুরার মাওলানা আছে, 

	পত্র লেখে তাহার কাছে 

			অতি বিরস বদনে।

	ফতোয়া দিলেন তিনি 

	সত্তর গজ মাটি খুনি, 

	তুলে ফেল মরাখানি,
			নইলে শেরেক হবে নামাজে ।।
	তুললো কিনা মরাখানি, 

	কে জানে তার ভেদ বাণী, 

	ঘরখানা হয়েছে গাথুনি,
			খোদার ঘর তা দেখ না? 

	আহসান আলী বলে খাঁটি, 

	থাকবে না আর ছলচাতুরী, 

	না তুলিলে মরাখানি 

			নামাজ আদায় হয় কিসে ।।