ভজন সাধন বিনে, গুরু পাবি কেমনে

ভজন সাধন বিনে, গুরু পাবি কেমনে


ভজন সাধন বিনে, গুরু পাবি কেমনে।।

হৃদয় -শক্তি, গুরু - ভক্তি হয় না এক দিনে ।।

বিনা যত্নে আসাধনে, গুরু পেয়েছে কেউ কোন খানে,

	মনি - মোহান্ত-ঋষি, যুগ-যুগান্তর বসি, 

	পাব বলে কাল শশী, আছে ধিয়ানে ।। 

	ইব্রাহিম আদহাম -আদি, 

	পীর কুতুবদ্দি-নিজামদ্দী, 

	তারা গুরুতত্ত্ব জেনে, সিদ্ধ হয় সাধনে, 

	দাখেল হল গিয়ে পীরের খান্দানে।। 

	সকীন আলীর সত্য উক্তি, 

	সেবা ভক্তি জীবের মুক্তি, 

	আহসান আলীর হৃদয়, ভক্তি শূন্যময়, 

	গুরু তার সখা হবে কেনে।।